অ্যামেরিকা

ফের ভেঙ্গে পড়ল আমেরিকার যুদ্ধবিমান। পেছনে কি অন্যকোনও কারন!

নিউজ ডেস্কঃ ফের আমেরিকান নেভির বিমান ধ্বংস। একমাসের মধ্যেই এই নিয়ে দুইবার ঘটল। একটি F/A-18 সুপার হরনেট ফিলিপিন্স সাগরে ভেঙ্গে পড়েছে। পাইলট সেফ ইজেক্ট করেছে। এই নিয়গ ছিল ইউএসএস রুজভেল্ট এয়ারক্রাফট ক্যারিয়ারে।

অ্যামেরিকা একাধিক যুদ্ধবিমানের উপর ভর করে দেশের পেশীশক্তির আম্ফালন থেকে শুরু করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে। বিশেষ করে ৮০ বা ৯০ র দশকের দিকে।

অ্যামেরিকার বিধ্বংসী বিমান F 15। কিছুদিন আগেই আমেরিকার একটি F-15c যুদ্ধবিমান ইংল্যান্ডের একটি এয়ারবেস থেকে উড্ডয়নের পর সমূদ্রে ভেঙ্গে পরে। কি কারনে ভেঙ্গে পড়েছে তা এখনও জান যায়নি। তবে পাইলট নিখোঁজ। তাকে উদ্ধার এ বিমান এবং নৌবাহিনীর টহল চলছে।

Leave a Reply

Your email address will not be published.