ভারত

কি কি যুদ্ধবিমান ক্রয় করতে রাশিয়া সফর! নাকি পেছনে অন্যকোনও কারন!

চীন ভারতের উত্তেজনা ক্রমেই বেড়েই চলেছে। আর এর মধ্যেই লাদাখে একাধিক যুদ্ধবিমানকে নিয়োগ করেছে ভারতীয় বায়ুসেনা। শুধুতাই নয় বায়ুসেনা প্রধান ইতিমধ্যেই পৌঁছেছে সেখানে।

তবে এর মধ্যেই ভারতীয় বায়ুসেনাকে চাঙ্গা করতে একাধিক যুদ্ধবিমান কেনার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আর সেই কারনেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২৩ জুন রাশিয়া সফরে যেতে পারেন।

করোনার মধ্যেই তাঁর রাশিয়ার সফর যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। আর এই সফরে একাধিক বিমান ক্রয় করার কথা হবে। বিশেষ করে শুখোই সু ৩০ এবং মিগের মতো বিমান যে ক্রয় করবে তা বলাই বাহুল্য।

১২ টি শুখোই এর পাশাপাশি ২১ টি মিগ ২৯ বিমান ক্রয় করার কথা হতে পারে। প্রধানত চীন এবং ভারতের ঝামেলার মধ্যে রাশিয়াকে নিউট্রাল রাখাই উদ্দেশ্য হতে পারে বলে মত একাধিক বিশেষজ্ঞের।

Leave a Reply

Your email address will not be published.