১১,০০০ ফুট উঁচুতে লাদাখে সারপ্রাইজ ভিসিট প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্কঃ চীন ভারত উত্তেজনার মধ্যেই লাদাখে সারপ্রাইজ ভিসিট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাথে জেনারেল বিপিন রাওয়াত কে নিয়ে লাদাখের নিমু ফরওয়ার্ড বেসে পৌঁছান।
১১০০০ ফুট উচ্চতায় এই বেস খুব দুর্গম জায়গায় অবস্থিত।
বিপিন রাওায়াত, আর্মি চিফ এমএম নারভানে, আর্মি কম্যান্ডার আর্মি জোশি, লেফটেন্যান্ট কম্যান্ডার জেনেরাল হারিন্দার সিং সহ ১৪ জন উচ্চপর্যায়ের অফিসারদের নিয়ে লাদাখ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।