করোনার বিরুদ্ধে লড়তে ইসরায়েলের সাথে অভিনব পদক্ষেপ। ৩০ সেকেন্ডে ধরা পরবে করোনা
নিউজ ডেস্কঃ ভারত এবং ইসরায়েলের বন্ধুত্ব যে অনেক পুরনো এবং যথেষ্ট গভীর টা একাধিকবার প্রমান পেয়েছে সারা বিশ্ব। বিশেষ করে ডিফেন্সিভ ইক্যুপমেন্টের ক্ষেত্রে। ভারত নিজেদের রেডার সিস্টেমকে ঠিক করার জন্য ইসরায়েলের বিরাট পরিমাণ নির্ভরশীল। পাশাপাশি একাধিক ক্ষেত্রে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ভারত।
এবার করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়তে এই দুই দেশ একসাথে কাজ করবে। আগামী কিছু সপ্তাহের মধ্যেই ইসরায়েল করোনা ভাইরাস মোকাবিলায় ব্যপক মেডিক্যাল ইকুইপমেন্ট পাঠাতে চলেছে ভারত কে। পাশাপাশি ভারত ও ইসরায়েলের মধ্যে করোনা ভাইরাস শনাক্তকরনের জন্য একটি অত্যাধুনিক রেপিড অ্যন্টিবডি টেস্টিং কিট তৈরির চুক্তি হয়েছে ইতিমধ্যে।
এই চুক্তি অনুযায়ী ভারত এবং ইসরায়েলের বিজ্ঞানীরা একসাথে একটি অত্যাধুনিক রেপিড অ্যন্টিবডি টেস্টিং কিট তৈরি করবে যার দ্বারা মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে করোনা পজেটিভ কীনা বোঝা যাবে। এক একটি কিটের দাম ৪৫০ টাকা হবে বলে ঠিক করা হয়েছে।