বর্তমানে ভারতের যুদ্ধবিমানের সংখ্যা কত জানেন?
নিউজ ডেস্কঃ ভারতীয় বিমানগুলিকে অত্যাধুনিক মানের করার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রিয় সরকার। শুধু বিদেশ থেকে বিমান ক্রয় নয় দেশীয় প্রযুক্তির উপর নজরও দেওয়া হচ্ছে।সব ঠিক থাকলে ২০২৫ সালেই হয়ত পঞ্চম প্রজন্মের বিমান হাতে চলে আসবে ভারতীয় বিমান বাহিনীর। এবং তা দেশীয় প্রযুক্তিতেই তৈরি। কিন্তু বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে মোট কতগুলি বিমান আছে? বা কতগুলি গোত্রীয় ভারতীয় বিমান বাহিনীর হাতে এই মুহূর্তে আছে? এবং সেই গোত্রীয় বিমান মোট কতগুলি সক্রিয় আছে? তা হয়ত অনেকেরই অজানা।
শুখোই ৩০- ২৬০ টি আছে। আরও ২৭২ টি অর্ডার দেওয়া আছে।
হালতেজাস- ১৭ টি। ২৩ টি অর্ডার দেওয়া আছে।
মিগ ২১- ৫৪ টি।
মিরাজ ২০০০- ৪৫ টি।
মিগ ২৯- ৬৫ টি।
জাগুয়ার- ১১৮ টি।
রাফালে- ৫ টি এসে পৌঁছেছে ইতিমধ্যে। আরও ৩১ টি আসবে।