কঠিন পরিস্থিতি আসতে চলেছে লাদাখে। ভারতীয় সেনা চীনের বিরুদ্ধে শীতের মধ্যেও ফুল স্কেল যুদ্ধে নামতে প্রস্তুত
নিউজ ডেস্কঃ কঠিন পরিস্থিতি আসতে চলেছে। শীত। আর সেই কারনে সমস্তরকম ব্যবস্থা সেরে নিতে চাইছে সেনারা। ভারত-চীন সীমান্তে শত্রু শুধু চীন নয়, চীনের পাশাপাশি সেখানে বড় ব্যাপার্ব হল শীতের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। আর সেই কারনে ভারত-চীন সীমান্তে সমস্তরকম প্রয়োজনীয়তা সেরে নিতে চাইছে।
ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে যে “ ভারত যুদ্ধ চায়না তবে প্রয়োজনে ভারতীয় সেনা চীনের সাথে শীতের মধ্যেও ফুল স্কেল যুদ্ধে নামতে প্রস্তুত। চীন যদি যুদ্ধ চায় তবে তাদের জেনে রাখা উচিত ভারতীয় সেনা ‘ব্যটল হার্ডেন্ড আর্মি’। ভারতীয় সেনার পাহাড়ী যুদ্ধের অভিজ্ঞতা পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশী।
চীনের বেশির ভাগ সেনা উর্বান অঞ্চলের। যাদের মানুষিক ও শারীরিক সক্ষমতা অনেক কম। এটা যুদ্ধে বড় প্রভাব ফেলবে। আর ভারতের লজিস্টিক সক্ষমতা এখন অনেক বেশি আর উন্নত। খাওয়ার, পরিধানের বস্ত্র থেকে এ্যমুনেশান তাদের গুনমান আর জোগান দুটিই খুব ভালো মানের।