ভারত

শীতের শেষ, গরম আসার আগেই ইসরায়েলের থেকে বিধ্বংসী মিসাইল সিস্টেম ক্রয় করে রাখতে চাইছে সেনাবাহিনী

নিউজ ডেস্কঃ ইসরায়েলের সাথে যে ভারতের সম্পর্ক কেমন তা আর নতুন করে কিছু বলার নেই। অত্যাধুনিক টেকনোলোজি ইসরায়েল ভারতকে সবসময় সাপলাই দিয়ে থাকে। এবং এর কারনেই ভারতের দুই শত্রুদেশ কিছুটা চিন্তিত। কারন ভারত রাশিয়ার থেকে এস ৪০০ এর মতো বিধ্বংসী এয়ার ডিফেন্স ক্রয় করছে যা শত্রুপক্ষের হামলা থেকে ভারতের আকাশকে সুরক্ষা দেবে তবে আবার এটাও ঠিক যে এই একই অস্ত্র চীনের কাছে রয়েছে যা ভারতের কাছে চিন্তার বিষয়, কারন এই অস্ত্রের সুবিধা এবং অসুবিধা দুই চীনের জানা। আর এই ক্ষেত্রেই ইসরায়েল একদম আলাদা। কারন তাদের হাতে থাকা অস্ত্র গুলির বেশিরভাগই রয়েছে ভারতের হাতে। আর সেই কারনে বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে চীন এবং পাকিস্তানের মতো দেশকে।

ইসরায়েলের রাফায়েল সিস্টেম টুইট করে জানিয়েছে এশিয়ার একটি দেশ তাদের কাছ থেকে ২০০মিলিয়ন ডলারের অস্ত্রসম্ভার ক্রয় করতে চলেছে। শুধু তাই নয় পরে তারা আরও পরিষ্কার করে যে এটি একটি দঃ এশিয়ার দেশ।

বিক্রয় করা অস্ত্রের মধ্যে রয়েছে স্পাইস-২০০০, স্পাইক এ্যন্টি ট্যঙ্ক মিসাইল ও BNET SDR ক্রয় করছে। এখন লক্ষ করলে দেখা যাবে যে এই সব অস্ত্রই ভারতের সেনাবাহিনী ব্যবহার করে। এবং দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের সবথেকে ভালো বন্ধু রাষ্ট্র হল ভারত। ফলে  এটা পরিষ্কার যে দেশটি ভারত হওয়ার সম্ভাবনা প্রবল।

আবার গ্রীষ্ম আসতে চলেছে আর গরম আসার আগেই সেনাবাহিনী নিজেদের প্রস্তুতি পুরো দমে সেরে রাখতে চাইছে। স্পাইস-২০০০ ও স্পাইক এ্যন্টি ট্যঙ্ক মিসাইল ফায়ার পাওয়ার বৃদ্ধি করতে সুবিধা দেবে। অন্যদিকে BNET SDR বিমানবাহিনীর যুদ্ধবিমানকে যোগাযোগকে গোপন রাখতে সাহায্য করবে।

তবে আরও একটি বিষয় হল এই যে পাকিস্তান চীণ থেকে Y-9G ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট ক্রয় করতে চলেছে। কারন ভারতের বিমানগুলি নিজের কমিউনিকেশান সিস্টেম ইসরায়েলের BNET SDR দিয়ে প্রতিস্থাপন করার পর পাকিস্তানের আগের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান DA-20 একেবারে অকেজ হয়ে পরবে ভারতের বিমান গুলি সামনে। তবে চীনের Y-9G ভারতের বিরুদ্ধে কতোটা সুবিধা দেবে তা একটা বড় বিষয়।  কারন BNET SDR স্পেকট্রাম ব্যবস্থা ও এ্যন্টি জ্যমিং সক্ষমতা বিশ্বে প্রথমশ্রেণীর মধ্যে পরে। BNET SDR সম্পূর্ন এনক্রিপ্টেড কমিউনিকেশান ডাটা লিংক স্থাপন করে। যাকে জ্যম করা চীনের Y-9G এর পক্ষে কোনওমতেই সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published.