বিশ্ব মঞ্চে জয়জয়কার ভারতের
নিউজ ডেস্কঃ ভারতের যে অগ্রগতি হচ্ছে তা একাধিকবার প্রমান পেয়েছে। সম্প্রতি ভারত-চীন উত্তেজনার পর ভারত ডিফেন্স এবং রিসার্চের কাজে যে একটুও আর দেরি করবেনা তা জানিয়ে দিয়েছে।
গ্লোবাল ইনোভেশান ইনডেক্স ২০২০। শেষবারের তুলনায় আরও এগিয়ে এসেছিল ভারত। এখানে সেই সব দেশের তালিকা প্রকাশ করা হয় যেসকল দেশ রিসার্চ এ্যন্ড ডেভেলপমেন্ট তথা ইনোভেশানে অগ্রবর্তী ভূমিকা নেয়। যে দেশ ইনোভেশানের ক্ষেত্র যত উন্নত হয় তার র্যাঙ্ক তত আগে থাকে।
২০১৯সালে ১৩১টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল ৫২। ২০২০সালে ৪টি দেশকে পিছনে ফেলে র্যাঙ্ক ৪৮। পাকিস্তানের অবস্থান নেপাল শ্রীলঙ্কার পরে। বাংলাদেশের অবস্থান পাকিস্তানেরও পরে। ২০২১ এ এরথেকেও ভালো হবে বলে মত বিশেষজ্ঞদের।