Uncategorised

গরম পড়তেই ঝামেলা শুরু করতে পারে চীন। তার আগেই সেনাবাহিনীর হাতে অজানা সংখ্যক ১ টন বোম্ব হাতে এসেছে

নিউজ ডেস্কঃ শীত আসলে যে চীন কিছুটা পিছু হাঁটবে তা একপ্রকার ধরে নেওয়া হয়েছিল। কারন শীতে তারা ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার আগে শীতের সাথে লড়াই করতে হবে।আর শীতের সাথে টক্কর দেওয়া অতটা সহজ ব্যাপার নয়। কারন চীন শীতের মধ্যে কোনও যুদ্ধ তো দূরের কথা সেইভাবে প্রহরিত অবস্থায় থাকেনা। আর সেই কারনে শীতের মধ্যে সেভাবে বাড়বাড়ন্ত দেখা যায়নি চীনের। তবে এবার গরম আসছে, আর গরমে যে আবার ঝামেলা করতে পারে তা নিয়ে কিছুটা হলেও সংশয় প্রকাশ করেছে একাধিক মহল।

লাদাখে ভারত এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা রয়েছে এখনও। শারীরিক ভাবে অধিক সক্ষম ভারতীয় সেনার সামনে দাঁড়ানোর ক্ষমতা এমনিই কম চীনের। এই পরিস্থিতির মধ্যে ভারত নিজের অস্ত্রসম্ভারকে গ্রীষ্মে সম্ভাব্য ভারত চীন সঙ্ঘাতের জন্য ভালোরকমভাবে তৈরি রাখবে বলে সূত্রের খবর।

গতকয়েক দিন ধরে ভারত ইসরায়েলের সাথে অস্ত্র ক্রয়ের ব্যাপারে কথা বলছে। $২০০মিলিয়নের অস্ত্রের চুক্তি করেছে সেনাবাহিনী এমনটাই মত একাধিক সূত্রের। গ্রীষ্মের আগে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বেশ পরিশ্রম করছে ইসরায়েল। অস্ত্রসম্ভারে বেশ কিছু বিধ্বংসী অস্ত্র রয়েছে। যার মধ্যে অজানা সংখ্যই ৬০কিমি রেঞ্জের স্পাইস-২০০০ গাইডেড/গ্লাইডেড কিট ২০০০পাউন্ড বা ১টন বোম্বের জন্য। আর এই অস্ত্র ব্যবহার করা হতে পারে মিরাজ, সুখোই ও রাফালের মতো যুদ্ধবিমানে। পাশাপাশি  ৩২০টি মত স্পাইক এ্যন্টি ট্যঙ্ক মিসাইল। আর BNET এর সফ্টওয়্যার ডিফাইন্ড রেডিও বিমানবাহিনীর সুরক্ষিত জ্যমপ্রুফ কমিউনিকেশান লিংকের জন্য।

তবে অবাক করার মতো বিষয় হল স্পাইস-১০০০ গাইডেড/গ্লাইডেড কিট যা ১০০০পাউন্ড বা ৫০০কেজির বোম্বের জন্য ব্যবহার করা হয় তা তেজসের জন্য বিমানবাহিনী ক্রয় করতে পারে বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের। উল্লেখ স্পাইস-১০০০ এর রেঞ্জ ১০০কিমি। এই স্পাইস-১০০০ এর ক্রুজ মিসাইলের মত উইং আছে। আর এটি ছাড়ার পর ১৮০ডিগ্রী বিপরীত দিকে ঘুরে আক্রমণ শানাতে সক্ষম।অর্থাৎ আপনি পাহাড়ের এক দিক থেকে লঞ্চ করলেন। এটি হটাত করে বাক নিয়ে পাহাড়ের অপরপ্রান্তে গিয়ে ১৮০ডিগ্রী টার্ন নিয়ে টার্গেট হিট করতে সক্ষম। ১০০কিমি রেঞ্জ হওয়ায় পাকিস্তানের সমস্ত আর চীনের অনেক সার্ফেস টু এয়ার মিসাইলের রেঞ্জের বাইরে থেকে এটি লঞ্চ করা যাবে।

শীঘ্রই ফ্রান্স থেকে রাফালের জন্য ২৫০কেজির বোম্ব হ্যমার প্রেসেশিয়ান গাইডেড মিউনিশান আসতে চলেছে । অর্থাৎ বিমানবাহিনীর অস্ত্র সম্ভার বিরাটভাবে বাড়তে চলেছে। পাশাপাশি স্পাইক-এলআর এর আরও অর্ডার করতে চলেছে সেনাবাহিনী। এছাড়াও সেনাবাহিনীর ১৪ কর্পস ইউনিটে ৪০টি স্পাইক লঞ্চার এবং অজানা সংখ্যক মিসাইলের চাহিদা জানিয়েছে ইতিমধ্যে। স্পাইক সিস্টেমের সাথে চীনের বাঙ্কার ও ট্যঙ্ক বা আর্মার্ড কম্ব্যট ভেহিকেলকে টার্গেট করা যাবে মাত্র ৪-৫কিমি দূরত্বে। এর থেকে চীনের কোনও কিছুই আর নিরাপদে থাকবেনা।

Leave a Reply

Your email address will not be published.