কাশ্মীরে আত্মসমর্পণ
নিউজ ডেস্কঃ কাশ্মীরের পরিস্থিতি আসতে আসতে অনেকটাই ঠাণ্ডা হয়েছে। বিশেষ করে ৩৭০ উঠিয়ে নেওয়ার পর কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরে আসছে।
সম্প্রতি দক্ষিণ কাশ্মীরে শোপিয়ান এনকাউন্টারে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন আত্মসমর্পণ করেছে। এই সন্ত্রাসীবাদীরা আলবদারের সদস্য ছিলো। ডানিশ মীর, মোহাম্মদ উমর ভাট দুজনই খাজাপোড়া শোপিয়ানের বাসিন্দা এবং জায়েদ বশির রাশি দক্ষিণ কাশ্মীরের রাবেন শোপিয়ানের বাসিন্দা। তবে এদের মধ্যে একজন আত্মসমর্পণ করেছে। তৌসিফ আহমদ শেষ আত্মসমর্পণ এবং যৌথ সুরক্ষা বাহিনীর সামনে অস্ত্র রাখে। তবে আত্মসমর্পণ হওয়া সন্ত্রাসীকে, অন্য তিন জন সন্ত্রাসীর কাছে অস্ত্র রেখে আত্মসমর্পণ করার জন্য আবেদন করতে বলা হয়েছিলো, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে।