আবারও যুদ্ধবিমান ধ্বংস ভারতের। চিন্তা বাড়ছে বায়ুসেনার
নিউজ ডেস্কঃ ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা মিগ ২১ যুদ্ধবিমান গুলিকে বিরাটভাবে আপগ্রেড করা হয়েছে, বেশ কিছু যুদ্ধবিমান অবসর করালেও কিছু বিমান আপগ্রেড করে তা আবার বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তাতেও সমস্যার সমাধান হচ্ছে না।
ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ পাঞ্জাবে একটি ট্রেনিং মিশন পরিচালনার সময়ে বিদ্ধস্ত হয়েছে। তবে যুদ্ধবিমানটি কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে বা কি কারনে হয়েছে তা সম্পর্কে কিছু জানা যায় নি। বিমানবাহিনীর একটি এনকয়রি কমিটি গঠন করেছে। পাইলট অভিনব চৌধুরী বিরগতি প্রাপ্ত হয়েছেন। চলতি বছরের এই নিয়ে তৃতীয় যুদ্ধবিমান ধ্বংস হল ভারতের।