চীনভারত

১৯৬২ সালে পিছিয়ে গিয়েও আবার যুদ্ধ করেছিল চীন। দেখুন সেই প্রমান

নিউজ ডেস্কঃ চীনকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা সমান। আর সেই কারনে বেশ কিছুটা পিছিয়ে এলেও সীমান্তে চীনকে বিশ্বাস করা উচিৎ নয়। সেখানে ডিফেন্সিভ ইক্যুইমেন্ট জড়ো করে রাখা উচিৎ।

কারন ১৯৬২ সালের ১৫ ই জুলাই এর কাগজ এটি, এতে লেখা হয়েছে গালওয়ান ভ্যালি থেকে চীন পিছু হঠতে বাধ্য হয়েছে। কিন্তু ঠিক এর ৯৭ দিন পর থেকে ভারত চীন যুদ্ধ শুরু হয়। সুতরাং চীন কে বিশ্বাস করার প্রশ্নই নেই। তবে ১৯৬২ তে ভারতের তৎকালীন ব্যর্থ প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু জন্য এয়ারফোর্স কে ব্যবহার করতে পারেনি। তবে এবার ভারতবর্ষের চার বাহিনী তৈরী আছে।

Leave a Reply

Your email address will not be published.