আমেরিকাতে প্রতি ১০ জনে ৪ জন ভারতীয় বিজ্ঞানী। কত মানুষ সেখানে নাসাতে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের মানুষদের যে মেধা আছে তা ইতিমধ্যে স্পষ্ট। পৃথিবীর বহু উচ্চ সংগঠনের উচ্চ পদে নিয়োগ রয়েছে ভারতীয়রা। বিশেষ করে আমেরিকার মতো দেশে। সেখানে বিরাট পরিমান সংখ্যায় বসবাস করে ভারতবর্ষের মানুষ। বর্তমানে আমেরিকার ভায়েস প্রেসিডেন্ট অর্থাৎ কমলা হ্যারিস ভারতীয় বংশদ্ভুত।
গ্লোবাল ডাটা অনুযায়ী নাসার ৩৬% বিজ্ঞানী ভারতীয়, অর্থাত নাসার প্রতি ১০ জনে ৪ জন বিজ্ঞানী ভারতীয়। মাইক্রোসফট এর ৩৪% ও আইবিএম এর ২৮% কর্মী ভারতীয়।
২০১৫ এর হিসাব অনুযায়ী গুগলে অন্তত ১৭০০০ ভারতীয় কাজ করে। ২০১৫-১৯ এর মধ্যে প্রায় ৭ লক্ষ লোক ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশি নাগরিকত্ব গ্রহন করেছেন। এর একটা বিরাট অংশ রয়েছে আমেরিকায়।
দেশের প্রতিভাদের আটকাতে অতি শীঘ্রই কিছু ব্যবস্থা গ্রহন করা উচিৎ সরকারের, এমনটাই মত একাধিক বিশেষজ্ঞদের।