ভারত

১৫০০ এর উপর যুদ্ধবিমান একটিভ। এখনও কত গুলি যুদ্ধবিমান সার্ভিসে আসছে রাশিয়ার?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের বিমানবাহিনীর দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যে ভারতের বিমানবাহিনীর প্রায় ৭০ শতাংশের উপর বিমান রাশিয়ার। অর্থাৎ একটা সময় ছিল যে ভারতের বিমানবাহিনীর প্রায় ৯০ শতাংশ বিমান ছিল রাশিয়ার। অর্থাৎ রাশিয়ার বিমান গুলি শুধু ভারতের বিমানবাহিনীতে নয় পাশাপাশি পৃথিবীর প্রচুর দেশের বিমানবাহিনীতে দেখা যায়। রাশিয়ার বিমানবাহিনীর দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে তাদের বিমানবাহিনীতে প্রচুর পরিমাণ বিমান রয়েছে যা শত্রুপক্ষের মনে ভয় ধরাতে পারে। তবে এখন কতগুলি বিমান রয়েছে তাদের বিমানবাহিনীতে? বা কত বিমান ভবিষ্যতে যোগ দিতে চলেছে তাদের বিমানবাহিনীতে?

যুদ্ধবিমান                টাইপ               সার্ভিস                       অর্ডার করা আছে

মিগ ২৯        এয়ার সুপিরিওটি                     ২৪৯             অর্ডার নেই

মিগ ৩১       আট্যাক/ইন্টারসেপ্টর           ১৩২                            নেই

মিগ ৩৫                 মাল্টিরোল                                ২                                ৬

সুখই সু ২৪             আট্যাক                                 ২৭৪                           নেই

সুখই সু ২৫            আট্যাক                                  ১৯৪                             নেই

সুখই সু ২৭            এয়ার সুপিরিওটি                    ২২৯                             নেই

সুখই সু ৩০           মাল্টিরোল                             ১১২                               নেই

সুখই সু ৩৪           মাল্টিরোল                              ১২৭                              ৭৬

সুখই সু ৩৫         এয়ার সুপিরিওটি                      ৮৮                               নেই

সুখই সু ৫৭           স্টেলথ মাল্টিরোল                 ১                             পঞ্চম প্রজন্মের এই বিমান ৭৮ টি আসতে চলেছে

টুপোলেভ টু ১৬০           বম্বার                            ১৬                                ১০

টুপোলেভ টু ২২ এম       বম্বার                          ৬৭                                 নেই

টুপোলেভ টু ৯৫             বম্বার                            ৪২                                নেই

রাশিয়ার সার্ভিসে থাকা মোট যুদ্ধবিমানের মোট সংখ্যা ১৫৩২ টি। অর্থাৎ আমেরিকার থেকে প্রায় ১০০০ টি যুদ্ধবিমান তাদের বিমান বহরে কম রয়েছে। তবে তাদে যুদ্ধবিমান গুলি বেশ নতুন অর্থাৎ বেশিরভাগ যুদ্ধবিমান গুলি ১৯৯০ এর দশকে বা ২০০০ সালের আসে পাসে সার্ভিসে এসেছে অপরদিকে প্রায় ২০০ টি যুদ্ধবিমান খুব শীঘ্রই তাদের সার্ভিসে আসতে চলেছে। তবে আমেরিকার থেকে যুদ্ধবিমানের তুলনায় অনেক পিছিয়ে। বিশেষ করে তাদের অর্থনীতির কারনে এখন তারা অনেক পিছিয়ে গেছে। সবঠিক থাকলে চীন বা ভারতের বিমানবহর রাশিয়ার বিমান বহরের থেকে বড় হতে চলেছে।

এখানে একমাত্র আক্রমণ করার মতো বিমানের সংখ্যাই দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published.