ভারত

ভারতীয় সুখোইের যুদ্ধবিমানের এর সাথে চীনের সুখোইের তুলনা করার পরে কেন ভারতীয় যুদ্ধবিমানকে এগিয়ে রাখা হয়?

নিউজ ডেস্কঃ শুখোই সু ৩০। ভারতবর্ষের অন্যতম প্রধান ভরসা। যেকোনো পরিস্থিতিতে যে এটি এক বিরাট ভুমিকা পালন করবে তা বলাই বাহুল্য। তবে এই শুখোই শুধু ভারতের হাতেই নয় চীনের হাতেও রয়েছে। ভারতবর্ষের সাথে চীনের শুখোই এর পার্থক্যটা কোথায়?

১২ টা MKI সহ ইন্ডিয়ান এয়ারফোর্স মোট ২৭২ সুখোই ৩০ সার্ভিসে রাখতে চলেছে। সুখোই ৩০ এর যতগুলি ভার্সন আছে তার থেকে ইন্ডিয়ান MKI ভার্সন ই সবচেয়ে উন্নত বলা মানা হয়ে থাকে। তার প্রধান কারন হল এই যে এতে ইসরাইলি অ্যডভান্সড অ্যভনিক্স ও ইলেকট্রনিক ওয়ার ফেয়ার সুট ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয় ইতিমধ্যে ইসরায়েল এ অর্ডার করা হয়েছে সফটওয়্যার ডিফাইন রেডিও (SDR)।  ইন্ডিয়ান সুখোই এর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে লং রেঞ্জ বিভিআর না থাকা, বর্তমানে বিভিআর হিসাবে রাশিয়ান RVV-AE ব্যবহার করা হয় যার রেঞ্জ ৮০ কিমি, চীন বা পাকিস্তানের বিরুদ্ধে সত্যিই এটা দুঃখজনক। সেই কথা মাথায় রেখে মার্ক ১ অর্ডার করা হয়েছে যার রেঞ্জ ১১০ কিমি। ভবিষ্যতে অস্ত্র মার্ক ১, ব্রাহ্মস এনজি, আসরাম মিসাইল এর যুক্ত হওয়ার ফলে সুপার সুখোই এ আপগ্রেডেশন ইন্ডিয়ান সুখোই ৩০ MKI কে অত্যন্ত ধ্বংসাত্মক একটি যুদ্ধবিমানে পরিনত হবে।

চীন সুখোই ৩০ এর দুটি ভার্সন ব্যবহার করে। তবে এগুলিকে কখনওই ভারতীয় সুখোই এর সাথে তুলনা করলে চলবে না। চীনের সুখোই এ কোন ইসরাইলি বা পশ্চিমাদেশের সিস্টেম নেই। চীন ৭৩ টি MKK ভার্সন অর্ডার করেছে তাদের এয়ারফোর্স এর জন্য। ভারতীয় শুখোই এর মতো চীনের ভার্সন গুলোতে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন না থাকার কারনে চীনের ভার্সন গুলি ভারতীয় ভার্সন গুলির তুলনায় কম ম্যনুভারেবল।

তবে চীন রাশিয়ান সুখোই ভার্সন গুলো ব্যাপক কপি করেছে। সুখোই -২৭ কে কপি করে তারা তৈরি করেছে J-11 তৈরি করেছে। এবং এই ধরনের প্রায় ৩৪৬ টি যুদ্ধবিমান রয়েছে তাদের কাছে। সুখোই ৩০ কে কপি করে তারা J-16(১২৮ টি সার্ভিসে), Su-33 কে কপি করে J-15 (৫০ টি সার্ভিসে আছে)। তবে সবকটি ক্যারিয়ার ভার্সন। এতে বিভিআর হিসাবে চীন PL-12, PL-15 ব্যবহার করেছে। PL-12 এর রেঞ্জ ১০০ কিমি এবং PL-15 এর রেঞ্জ ৩০০+ কিমি।

PL-15 হচ্ছে অ্যন্টি AWACS মিসাইল, যুদ্ধবিমানের মতো হাইলি ম্যনুভারেবল টার্গেট এর বিরুদ্ধে এটা কাজ করবে না। এর বিকল্প হিসাবে ভারতবর্ষ পর্যাপ্ত পরিমান রাশিয়ান R-37 ব্যবহার করে যার রেঞ্জ ৪০০+ কিমি। ভারতবর্ষের অস্ত্র মার্ক ১ চীনের PL-12 এর থেকে অনেকবেশি শক্তিশালী। তবে চীনের তৈরি PL-21 সত্যিকারের গেমচেঞ্জার, রেঞ্জ বলা হয় ২৫০ কিমি। তবে যেহেতু চীনের দাবি এটা সুতরাং প্রশ্ন থেকেই যায়। তবে PL-21 ভারতের জন্য যথেষ্ট থ্রেট। তবে কিছুদিনের মধ্যেই ভারত অস্ত্র মার্ক ২ সার্ভিসে আনবে, যার রেঞ্জ হবে ১৮০ কিমি। ভারতের ভবিষ্যতের SFDR এর রেঞ্জ হবে ৩৪০ কিমি।

Leave a Reply

Your email address will not be published.