ভারত

দেশীয় হেলিকপ্টার তৈরি করতে কেন বিদেশী কোম্পানির খোঁজ করছে ভারতবর্ষ?

নিউজ ডেস্কঃ “ফুল ট্র্যান্সফার” নীতিতে একের পর এক টেকনোলোজি হাতে পাচ্ছে ভারতবর্ষ। আগামি কিছু বছরের মধ্যে সামরিক ক্ষেত্রে পুরোপুরি আত্মনির্ভর হতে চলেছে সেনাবাহিনী। পাশাপাশি প্রধানমন্ত্রী সামরিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন। আর সেই কারনে একের পর এক ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি দেশের মাটিতে একাধিক বিধ্বংসী মিসাইল থেকে শুরু করে যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। এতদিন যুদ্ধজাহাজ থেকে শুরু করে যুদ্ধবিমান তৈরি করা হয়েছে এবার অত্যাধুনিক হেলিকপ্টার তৈরির পথে ভারত।

হ্যালের তৈরি মিডিয়াম লিফ্ট হেলিকপ্টার তৈরি হতে চলেছে দেশের মাটিতেই। হ্যাল সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনীর জন্য তিন ধরনের ভার্সনই তৈরি করছে। তিন বাহিনীতে মোট ৩১৪ টি হেলিকপ্টার লাগবে, ২০০ টি বায়ুসেনার জন্য, ১০০ টি সেনাবাহিনীর জন্য এবং ১৪ টি নৌসেনার জন্য। এতে মোট ২০ বিলিয়ন ডলার খরচ হতে চলেছে।  যদি এইভাবে দেশীয় সংস্থাগুলোতে বিনিয়োগ করা যায়, আগামী দশ বছরের মধ্যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। তবে হেলিকপ্টার প্রোজেক্টের জন্য বিদেশী কোম্পানি খোঁজ করা হচ্ছে, রাশিয়া এবং ইউরোপের কোনও কোম্পানির সাথে একসাথে এই হেলি তৈরির চেষ্টা করছে দেশীয় সংস্থা হ্যাল। ১০-১৫ টন ক্লাসের হবে এই হেলিকপ্টারটি। দুজন ক্রিউ নিয়ে মোট ২৮ সিটের হবে এই হেলিটি। সর্বচ্চ ১৩০০০ কেজি বহন করতে সক্ষম হবে। ২০০কিমি/ ঘণ্টার গতিবেগে হামলা করতে পারবে হেলিটি। ৮০০ কিমি রেঞ্জের পাশাপাশি ২২০০০ ফুট উচ্চতা থেকে আক্রমণ শানাতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.