২০৭০ সাল পর্যন্ত সার্ভিসে। রাফালের কোন কোন ভার্সন আসতে চলেছে?
নিউজ ডেস্কঃ রাফালে ভারতের আসলে যে ভারতে ক্ষমতা এক লাফে অনেকটা বেড়ে যাবে তা একাধিক সমীক্ষায় উঠে এসেছিল। তবে সম্প্রতি রাফালের এতো পরিমাণ আপগ্রেডেশান হবে তা হয়ত কেউ ভাবতেও পারেনি। কারন রাফালে মিটিওরের মতো অত্যাধুনিক ভয়ংকর মিসাইল যুক্ত হওয়ার পর এর ক্ষমতা আর দক্ষতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইট, RBE-2AE এসা রেডার, মিটিওর এর সাথে ভারতীয় রাফাল গুলি যুক্ত হওয়ার পর ১৩টি আপগ্রেডের করা হবে।
শুধু স্পেকট্রা আর মিটিওরের সাথে RBE-2AE রেডারের সক্ষমতা পুরো চাইনিজ ফ্লিটে কোনো যুদ্ধবিমানের নেই। এমনকি চীন নিজেদের যে পঞ্চম প্রজন্মের বিমান জে-২০ বলে তা রীতিমতো কিছুই না। রিয়াল কম্ব্যটে রাফালে কতোটা ভয়ংকর তা একাধিকবার ইতিমধ্যে প্রমান করেছে।
কয়েক দশক ধরে ফ্রান্সের ডেসল্ট ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা আছে। চীনের কোনো যুদ্ধবিমানের তুলনা চলে না।
ভারতের উচিত আরও বেশ কয়েকটি রাফাল স্কোয়ার্ড অর্ডার করা। আরও ভালো হয় যদি এফ ৪ এর জন্য ভারত একেবারে ঝাপিয়ে পড়তে পারে। ২০৭০ পর্যন্ত রাফালের এফ ৪,৫ ও ৬এর আপগ্রেড চলবে। এতটাই ফ্লেক্সিবেল ফ্রান্সের রাফালে।