ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে বিরাট ভুমিকা নিয়েছিল। আমেরিকার গ্লোবমাস্টার কতোটা শক্তিশালী? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারতীয়দের ফেরানো থেকে শুরু করে আফগানিস্থানে ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে ভারতবর্ষের বিমানবাহিনীর যে এক বিরাট ভূমিকা রয়েছে তা আর নতুন করে কিছু বলার নেই। তবে জানেন কি এই মিশন গুলিতে ভারতের কোন বিমান ব্যবহার করা হয়েছিল?
সি ১৭ গ্লোব মাস্টার। ভারতবর্ষের হাতে থাকা আমেরিকার অন্যতম মিলিটারি ট্রান্সপোর্ট বিমান।২৫ বছর ধরে অর্থাৎ ১৯৯১ থেকে শুরু করে ২০১৫ পর্যন্ত ২৭৯ টি এই বিমান তৈরি করা হয়েছে। আমেরিকার বোয়িং এর তৈরি এই বিমান ভারত সহ প্রায় ১০টি দেশ ব্যবহার করছে।