ভারত

এবরো-খেবরো মাটিতেও ল্যন্ড করবে ভারতবর্ষের এই যুদ্ধবিমান। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ কিছুদিন আগে ভারতের নতুন বিমান আসবে বলে চুক্তি হয়েছে। এবং একটা কথা না বললেই নয় যে তাহল ভারতবর্ষের বিমানবাহিনীর ক্ষমতা বিরাট পরিমানে বাড়তে চলেছে। শুধু অত্যাধুনিক বিমানই নয় পাশাপাশি যুদ্ধবিমান, আট্যাক হেলিকপ্টারের মতো একাধিক অত্যাধুনিক জিনিস ভারতবর্ষের হাতে এসে পৌঁছাবে।

তবে সবথেকে বড় ব্যাপার হল এই যে ভারতবর্ষের হাতে আসতে চলা বিমান সি ২৯৫ এয়ারস্ট্রিপ ছাড়াই সাধারণ এবরো-খেবরো মাটিতে ল্যন্ড করতে সক্ষম।

কলোম্বিয়ান এয়ারফোর্সের একটি ভিডিওতে দেখান হয়েছিল যে সি-২৯৫ এর পারফর্মেন্সে তারা খুব খুশি। তারা প্রথমে ৪টে ক্রয় করেছিল। পারফর্মেন্সে খুশি হয়ে পরবর্তীতে আরও দুটি ক্রয় করেছে। 

ভারতের অভ্র রিপ্লেসমেন্টের পরও আরও ১০০+ এই বিমান প্রয়োজন রয়েছে। এএন-৩২ রিপ্লেসমেন্টে সবথেকে ভালো লাগলো হ্যলের একাধিপত্যকে শেষ করতে টাটাকে এই প্রোজেক্ট দেওয়া হয়েছে। আগামীদিনে টাটা খুব বড় এ্যরোস্পেস ইন্ডাস্ট্রি তৈরি করতে চলেছে ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে।

Leave a Reply

Your email address will not be published.