ভারত

ভারতবর্ষকে হাইপারসনিক ক্রুইজ মিসাইলের টেকনোলোজি দিচ্ছে না রাশিয়া

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে ব্রহ্মস আসার পর যে সেনাবাহিনীর শক্তি বেড়েছে তা বলাই বাহুল্য। পাশাপাশি এই ব্রহ্মস মিসাইলকে গেম চেঞ্জার ও বলা যেতে পারে। রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলকে যথেষ্ট সমীহ করে চলে চীন এবং পাকিস্তান।

ভারতের পরবর্তী প্রজন্মের ব্রহ্মস হাইপার সোনিক মিসাইল টি ভারতের নিজস্ব স্ক্রামজেট প্রপালশান ইঞ্জিন ব্যাবহার করবে। লাইভ ফিস্ট ডিফেন্স এর সঙ্গে এক সাক্ষাৎকারে সংস্থার Brahmos Aerospace এর CEO ও MD ডক্টর সুধীর কুমার মিশ্র বলেছিলেন যে, হাইপার্সোনিক ভার্শন brahmos 2 এর ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর তৈরী স্ক্রামজেট প্রপালশান সিস্টেম ব্যাবহার করবে। যেটি Brahmos 2 এর এয়ার ফ্রেমে ইনস্টল করা হবে।

Brahmos 2 হাইপার্সোনিক ক্রুইজ মিসাইল mach 7 অর্থাৎ ৮৫৭৫কিমি/ঘণ্টা  গতি বর্তমানের সুপারসনিক ক্রুইজ মিসাইল সিস্টেম এর অপগ্রেডেড নতুন ভার্শন।  ভারত রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরী এই মিসাইল সিংহভাগ এখন ভারতের তৈরী কিন্তু কিছু ক্রিটিকাল কম্পোনেন্ট এখনো রাশিয়ার। যেমন mach 3 গতি তোলার রামজেট ইঞ্জিন, যেটা ভারতে লাইসেন্স ম্যানুফ্যাকচারিং হয় রাশিয়ান উপকরণ দিয়ে।

প্রথমদিকে RFরেডিও ফ্রিকোয়েন্সি মনো পালসসিকার , বুস্টার ও রামজেট ইঞ্জিন সব রাশিয়ান ছিল কিন্তু বর্তমানে দেশীয় সিকার ও বুস্টার সহযোগে ব্রহ্মস কে সাফল্যের সঙ্গে পরীক্ষা করা হয়েছে। আরো কিছু পরীক্ষা হবার পর সব মিসাইল সিস্টেমের সঙ্গে দেশীয় উপকরণ যোগ হবে। রাশিয়ান 3M55 P 800 ওনিক্স Onyx মিসাইল উপর বেস করেই কিন্তু ব্রহ্মস সিস্টেম তৈরী। সেই ভাবে আগে ঠিক ছিল রাশিয়ান 3M 22 Zircon মিসাইল উপর বেস করে ব্রহ্মস তৈরী হবে। কিন্তু বর্তমানে রাশিয়া এর প্রযুক্তি শেয়ার করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ তিন দেশ যুক্তরাষ্ট্রে, রাশিয়া ও চীন হাইপার্সোনিক মিসাইল প্রযুক্তি সরবারহ ও রফতানি উপর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে নিজেদের মধ্যে হওয়া এক চুক্তির বলে,ফলে রাশিয়ার Brahmos 2 প্রজেক্ট অংশীদারী সীমিত হবে ও কিছু সাব সিস্টেম ডেলিভারি দেবার উপর সীমিত থাকবে। রাশিয়া Brahmos প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে পারে। আর DRDO এই প্রোগ্রাম যুক্ত হবে তাদের তৈরী Scramjet Propulsion system নিয়ে।

Leave a Reply

Your email address will not be published.