রাশিয়ার টি ৯০ ট্যাংকার গুলি কতোটা ভয়ংকর? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কাছে এমন কিছু যুদ্ধাস্ত্র আছে যা শত্রু পক্ষের ঘুম ওড়াতে পারে। বিশেষ করে এমন কিছু যুদ্ধাস্ত্র যা রাশিয়ার থেকে ক্রয় করে বেশ বিধ্বংসী তৈরি করেছে ভারতবর্ষ। পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর সময় এই অস্ত্র ব্যবহার ও করা হয়েছে।
টি ৯০ ভিস্ম। এই ব্যাটেল ট্যাঙ্ক গুলি ১৯৯৩ এর দিকে সার্ভিসে আসে। বর্তমানে এই ট্যাঙ্ক গুলি ভারতের সেনাবাহিনীতে দেখা যায়। তবে এর আপগ্রেডেড ভার্শন ই রয়েছে টি ৯০ এ। যুদ্ধাস্ত্রটি সিরিয়ার যুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি আজারবাইজানের যুদ্ধে দেখা গেছে। ৩২০০ এর উপর এই বিশেষ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। ট্যাঙ্ক গুলি একাধিক দেশের হাতে থাকলেও সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে ভারতীয় সেনা।