কোন যুদ্ধবিমানের জ্বালানি ভরতে ডানা ধরে ঝুলে পরতে হয়? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকার কাছে এমন কিছু টেকনোলজি রয়েছে যা সারা বিশ্বকে চমকে দেওয়ার মতো। তারা এমন কিছু যুদ্ধবিমানের ডেভেলপমেন্ট করেছিল যাতে তারা সারা পৃথিবীর উপর নজর রাখতে পারে সেই যুদ্ধবিমান দিয়ে।
বর্তমানে আমেরিকার বায়ুসেনার হাতে থাকা তেমনই একটি যুদ্ধবিমান হল লখেড ইউ ২। ১৯৫৬ সালে সার্ভিসে আসে এই যুদ্ধবিমান যা এখনও আমেরিকার বিমানবাহিনীকে সার্ভিস দিয়ে আসছে। কিছু বছর আগে পর্যন্ত এই বিমান দ্বারা আমেরিকা তাদের গোয়েন্দাগিরি থেকে শুরু করে মহাকাশ গবেষণার কাজে ব্যবহার করত, তবে বর্তমানে শুধু বিমানবাহিনীর কাজে ব্যবহৃত হয়। আমেরিকার বায়ুসেনা ছাড়াও সি আই এ, নাসা এবং তাইওয়ানের কাছে একটা সময় ছিল এই বিশেষ বিমানটি। এখনও পর্যন্ত ১০৪ টি বিমান সার্ভিসে এসেছে।
দীর্ঘ ৬০ বছর ধরে এই যুদ্ধবিমান গুলি সার্ভিস দিয়ে আসছে, অতয়েব বুঝতেই পারছেন যে কতোটা আধুনিক ছিল এই বিমান সেইসময় দাড়িয়ে। ৭০,০০০ ফুট থেকে উড্ডয়নের পাশাপাশি ৭৫০ কিমি/ঘণ্টার গতিবেগে দীর্ঘ ১২ ঘণ্টা আকাশে একটানা সার্ভিস দিতে সক্ষম। তবে যুদ্ধবিমানটির এক অবাক করার মতো বিষয় হল যে এটি জ্বালানি ভরার সময় এর দুটি উইংকে বেশ কিছু মানুষ টেনে ধরে তবেই জ্বালানি ভরে। যা সত্যি অবাক করার মতো বিষয়। আসলে এতো উচুতে উড্ডয়নের পাশাপাশি এতো সময় ধরে সার্ভিস দেওয়া জন্য প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন হয়ে থাকে।