দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সমুদ্রের গভীর দিয়ে যুদ্ধবিমান নিয়ে চলত জাপান। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কাছে এমন কিছু টেকনোলোজি ছিল যা অবাক করার মতো। তাদের যুদ্ধাস্ত্র গুলি যে যেকোনো সময় সারা পৃথিবীর ঘুম কেড়ে নিতে পারত তা বলাই বাহুল্য।
১৯৬০ এর দিকে তাদের হাতে পরমাণু ক্ষমতা সম্পন্ন ব্যালেস্টিক সাবমেরিন ছিল। জানলে অবাক হবেন যে জাপান একমাত্র দেশ ছিল যারা সাবমেরিনে করে যুদ্ধবিমান এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে সক্ষম ছিল। এই সাবমেরিন গুলিকে আন্ডার ওয়াটার এয়ার ক্র্যাফট ক্যারিয়ার ও বলা হত।
আই ৪০০ ক্লাস সাবমেরিন গুলি ১৯৪৪ এর দিকে সার্ভিসে আসে। ৩৩০ ফুট গভীর থেকে আক্রমণ করার পাশাপাশি পৃথিবীর যেকোনো স্থানে গিয়ে আক্রমণ করার ক্ষমতা রাখত।