পৃথিবী

বৃহস্পতির দক্ষিণ মেরুতে ঘূর্ণি ঝড়!

নিউজ ডেস্কঃ পৃথিবী বাদে সৌরজগতের বাকি গ্রহদের নিয়ে প্রচুর প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। বিশেষ করে শনি এবং বৃহস্পতিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এই দুই গ্রহের অনেক কিছু নিয়েই এখন রিসার্চ করছেন বিজ্ঞানিরা।

শনির উত্তর মেরুতে ষড়ভুজাকৃতি এক মেঘ দেখা গেছে যার দৈর্ঘ্য ১৪,৫০০ কিলোমিটার। আসলে বিশালাকার ঝড় যা পৃথিবীর ব্যাসের থেকে ২০০০ গুন বড়। এর গতি ৩২০কিমি/ঘণ্টা। ছবিটি তোলা হয়েছে শনি গ্রহের উত্তর মেরু থেকে ক্যাসিনি স্পেশক্র্যাফটের মাধ্যমে।

অন্যদিকে বৃহস্পতির দক্ষিণ মেরিতে ৭ টি ঘূর্ণি ঝড়ের উপস্থিতি পাওয়া গেছে যাদের প্রত্যেকটির আকার প্রায় এক। এবং এই ছবিটি ইনফ্রারেড সেন্সরে তোলা।

এই ঘটনা গুলির ব্যাখা আজ পর্যন্ত বিজ্ঞানিরা দিতে পারনি। তারা জানেই না যে এই ধরনের সুন্দর মাপের আকার কিভাবে তৈরি হয় এই গ্রহ গুলিতে।

Leave a Reply

Your email address will not be published.