চীনের একাধিক রেডার ধ্বংস করতে ভারতবর্ষ কাছে কোন গোত্রের মিসাইল আছে জানেন?
নিউজ ডেস্কঃ চীন-ভারত সংঘর্ষের পর একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করেছে ভারত। বিশেষ করে যুদ্ধবিমান ক্রয় এবং তার অস্ত্রশস্ত্র ক্রয় করা ক্ষেত্রে। কারন লাদাখে চীনকে শায়েস্তা করতে ভারতের বায়ুসেনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
সেই কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র ক্রয় করছে ভারত। রাফালের সাথে একাধিক ভয়ংকর মিসাইল ক্রয় করেছে। ভারতীয় রাফালের সাথে থাকছে হ্যামার। হ্যামার হল একটি এয়ার টু গ্রাউন্ড মিসাইল, যা শত্রুর বাঙ্কারের ভেতরে ঢুকে ধংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ৬০-৭০ কিমি রেঞ্জের এই মিসাইল কিছুদিন আগে ফ্রান্স ব্যবহার করেছিল ইসলামিক স্টেট জঙ্গিদের ওপর। শুধু তাই নয় শত্রুপক্ষের রেডারকে ধ্বংস করে রীতিমতো দাদাগিরি করেছে এই মিসাইল। এবার সেই মিসাইল আসছে ভারতের হাতে।