পাকিস্তান

পাকিস্তান ভেঙ্গে চারটি দেশ জন্ম নিতে পারে

নিউজ ডেস্কঃ ডোভাল। অজিত ডোভাল, যার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। কারন পাকিস্তানের সেনাদের এবং জঙ্গিদের উচিৎ শিক্ষা দিয়েছিলেন এই মানুষটি। দেশের স্বার্থে জীবন দিতে পিছুপা হননি। তবে এই ডোভালকে দু’চক্ষে দেখতে পারে না পাকিস্তান।

পাকিস্তানের মাটিতে কিছু ঘটলেই প্রথমে নাম  আসে ‘র’ এবং ডোভালের। বর্তমানে পাকিস্তানের বুকে মাথাচাড়া দিয়ে উঠেছে চারটি স্বাধীন রাষ্ট্রের আন্দোলন। স্বাধীন বালোচিস্তান, সিন্ধুদেশ, স্বাধীন আজাদ কাশ্মীর-গিলগিট-বাল্টিস্তান এবং জিন্নাহপুর-মুহাজির সুবা। এ সবের পিছনে ডোভাল ও ‘র’-এর হাত দেখে পাকিস্তানের একাংশ।

পাকিস্তানবিরোধী তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সমস্ত আক্রমণের পিছনে ডোভালের হাত দেখে পাকিস্তান। পাকিস্তানের মাটিতে তেহরিক-ই-তালিবান ও আইসিসের গাঁটছড়া বাঁধার পিছনে ডোভালের হাত দেখে পাকিস্তান। এর কারণ সম্ভবত ডোভালের সেই বহুবিখ্যাত উক্তিটি। ২০১৪ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুরে শাস্ত্র বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় অজিত ডোভাল বলেছিলেন, “আর একটা মুম্বাই ২৬/১১  হলে কিন্তু পাকিস্তানকে বালোচিস্তান হারাতে হবে।”

Leave a Reply

Your email address will not be published.