ভারত

দেশের প্রাইভেট কোম্পানি গুলি তেজাসের জন্য ভয়ঙ্কর টেকনোলজি তৈরি করতে চলেছে

নিউজ ডেস্কঃ ভারতে যে আসতে আসতে দেশীয় প্রযুক্তির চাহিদা বাড়ছে তা বলাই বাহুল্য। বিশেষ করে তেজাস পুরোপুরিভাবে সার্ভিসে আসার পর যে চীনের লাল চোখকে উপেক্ষা করতে পারবে ভারত তা বলাই বাহুল্য। দেশীয় প্রাইভেট কোম্পানি গুলি ডিফেন্সের ক্ষেত্রে কে একাধিক অত্যাধুনিক এবং বিধ্বংসী অস্ত্র তৈরি করছে তা বলাই বাহুল্য।

ভারতের প্রাইভেট কোম্পানি ডায়নামেটিক টেক প্রথম কোনো প্রাইভেট কোম্পানি হিসাবে তেজসের (মার্ক-১ FOC) ফ্রন্টাল ফিউসলাজ তৈরি করেছে ইতিমধ্যে। যেকোনো যুদ্ধবিমানের ফিউসলাজের তিনটি অংশ-  ফ্রন্টাল, মিড সেকশান ও বিয়ার সেকশান ফিউসলাজের মধ্যে ফ্রন্টাল ফিউসলাজ তৈরি সব থেকে জটিল। কারন ৯০শতাংশ এ্যভিয়ন্সিস ও সাথে রেডার এখানে থাকে। তাদের ব্লক তৈরি করত হয়। আবার যেহুতু তেজস ফ্লাই বাই ওয়ারের দ্বারা নিয়ন্ত্রিত তাই তা আরও জটিল হয়ে পরে। ভারতীয় কোম্পানি গুলি আসতে আসতে যুদ্ধবিমান তৈরির অভিজ্ঞতা অর্জন করছে।

Leave a Reply

Your email address will not be published.