পৃথিবী

এশিয়ার বৃহত্তম নৌবাহিনী ঘাঁটি ভারতবর্ষের কোথায় আছে জানেন?

নিউজ ডেস্কঃ একের পর এক বিধ্বংসী প্রোজেক্ট সামনে আসছে ভারতের সামরিক ক্ষেত্রে। সামরিক গবেষণা থেকে শুরু করে নতুন টেকনোলোজি সামনে নিয়ে আসার ক্ষেত্রে একটু ও গাফিলতি করতে চাইছে না কেন্দ্রিয় সরকার। বিশেষ করে ভারতবর্ষের নৌবাহিনীর ক্ষেত্রে যেভাবে দ্রুততার সাথে কাজ এগিয়ে যাচ্ছে তা সত্যি নজর কাড়ার মতো। 

এশিয়ার বৃহত্তম নেভাল বেস তৈরি হচ্ছে ভারতবর্ষে। কর্ণাটকের কারোয়ারে তৈরি হওয়া এই বেসটির কাজ শুরু হয় ২০০৫ সালে। সি বার্ড প্রোজেক্টের আওতায় প্রায় ৬ বছর প্রথম ফেজের কাজ চলার পর দ্বিতীয় ফেজের কাজ শুরু হয় ২০১১ সালে। বর্তমানে তৃতীয় ফেজের কাজ চলছে। 

এই নেভাল বেসে একসাথে ৫০ টি যুদ্ধজাহাজ এবং তিনটি রণতরী থাকতে পারবে। রানওয়ে লেংথ ৬০০০ ফুট। মোট খরচ ১৯০০০ কোটি টাকা বা ২.৬ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published.