কতোটা ভয়ঙ্কর রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ অ্যামেরিকার চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে একের অর এক অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে রাশিয়া। শুধুতাই নয় পাশাপাশি একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করছে তারা। তাদের হাতে রয়েছে শুখোই সু ৫৭ র মতো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের বিমান। সেই বিমানই এবার নিজেদের ক্ষমতা প্রদর্শন করল সিঙ্গাপুরের আকাশে।