ভারত

ভারতবর্ষের সার্ভিসে থাকা ভয়ঙ্কর পিনাকা মিসাইলের কত লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে? রেঞ্জ জানলে চমকে যাবেন

নিউজ ডেস্কঃ ভারতের হাতে প্রচুর পরিমাণে মিসাইল আছে। বিভিন্ন ধরনের দেশীয় মিসাইল আছে যেগুলি যেকোনো সময় চীন বা পাকিস্তানের ঘুম ওড়াতে পারে। পিনাকা মিসাইল। ভারতের হাতে থাকা একটি অত্যাধুনিক মিসাইল। তবে এর দাম বা রেঞ্জ কেমন হতে পারে?

পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার এর প্রতিটি রকেট এর মূল্য

পিনাকা মার্ক ১ এর প্রতিটি রকেট এর মূল্য ২৩ লাখ এর রেঞ্জ ৪০ কিমি।

পিনাকা মার্ক ২ এর প্রতিটি রকেট এর দামও ২৩ লাখ কিন্তু এর রেঞ্জ ৯০ কিমি।

পিনাকা মার্ক ৩ বা গাইডেড পিনাকার প্রতিটি রকেট এর দাম ৭০ লাখ , এর রেঞ্জ ১২০ কিমি তবে এটা এখনও আন্ডার ডেভলপমেন্টে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.