যুদ্ধবিমানের পর এবার ফ্রান্সের থেকে ভয়ঙ্কর মিসাইল পাচ্ছে নৌবাহিনী
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের নৌবাহিনী রাফালে ক্রয় করার কথা ঘোষণা করার পর একটা জিনিস যে একরকমভাবে নিশ্চিত হয়েছিল তাহল মিসাইল। কারন ফ্রান্সের যুদ্ধবিমান গুলির পাশাপাশি তাদের সার্ভিসে থাকা মিসাইল গুলিও যে শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে তা বলাই বাহুল্য। আর সেই কারনে ফ্রান্সের থেকে এবার মিসাইল ক্রয় করছে ভারতবর্ষ।
ভারতীয় নৌসেনা তাদের নিজের ফ্লিটের জন্য নেভাল স্ক্যল্প ক্রুজ মিসাইল Missile de Croisière Naval (MdCN) ক্রয় করতে চাইছে ফ্রান্সের অফারের পর। দামে বেশি মানে দুর্দান্ত এই ক্রুজ মিসাইল রাফালের স্ক্যল্প বা স্টোর্ম শ্যডোর নেভাল ভ্যরিয়েন্ট। এমবিডিএ ফ্রান্সের তৈরি এই ক্রুজ মিসাইল ১০০০-১৪০০কিমি রেঞ্জের লং রেঞ্জ ল্যন্ড এ্যটাক ও এ্যন্টি শিপ ক্রুজ মিসাইল।
৩০০কেজি বিষ্ফরক নিয়ে ম্যাক ০.৬৫ গতিতে আক্রমণ করতে সক্ষম এই মিসাইল। ২০১৮সালে সিরিয়াতে আমেরিকান জোটের মিসাইল স্ট্রাইকের সময় এই মিসাইল ব্যবহার করা হয়। ভারতের স্করপিন সাবমেরিনে এই মিসাইল থাকবে যদি ভারত এটা নেয়।