ভারতবর্ষের ব্রহ্মস মিসাইল চীন, পাকিস্তানের অবস্থা খারাপ করতে পারে যেকোনো মুহূর্তে
নিউজ ডেস্কঃ ভারত-চীন সীমান্তে একের পর এক বিতর্ক লেগেই আছে। আর এই বিতর্ক এবং বিবাদ থেকে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে ডিফেন্সের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে।
ব্রহ্মস মিসাইল যে ভারতের অন্যতম অ্যাট্যাকিং মিসাইল তা কমবেশি সকলেরই জানা। আর মিসাইল ভারতের অন্যতম সেরা ফাইটার জেট শুখোই সু ৩০ তে কমিশন করা শুরু হয়েছে, ইতিমধ্যে বেশ কিছু সুখই বিমানে এই মিসাইল মোতায়েন করা হয়েছে।
এই মিসাইল এর রেঞ্জ প্রায় ৪০০ কিলোমিটার। পাশাপাশি এই মিসাইল গুলি এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক করতে পারদর্শী। বায়ুসেনা মোট ২১৬ টি ব্রহ্মস মিসাইল এর অর্ডার দেওয়া আছে।