দেশীয় যুদ্ধবিমান হলেও ভারতবর্ষের তেজাসে কোন ক্লাসের বিদেশী টেকনোলোজি আছে?
নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান তেজাস। তবে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান হলেও পুরো ১০০ শতাংশ পার্টস বা দেশীয় প্রযুক্তি দিয়ে তেজাস তৈরি হয়নি, অর্থাৎ এখনও প্রায় ৪০ শতাংশ জিনিসের জন্য বিদেশের উপর ভর করতে হয়। তবে ভবিষ্যতে যাতে পুরো ১০০ শতাংশ ভারতীয় টেকনোলোজি দিয়ে তেজাসকে তৈরি করা যায় সেই কথাই ভাবছে সেনাবাহিনী। আর সেই কারনে ইতিমধ্যে কথাবার্তা ও চলছে।
তেজসের মার্ক ২ ভার্সনের জন্য একাধিক চিন্তা করা হচ্ছে। ভারতের তেজস মার্ক-২ প্রজেক্টে কিছু টেকনজিক্যাল সাহায্য করবে ব্রিটেন। এ ব্যাপারে ভারত এবং ব্রিটেন দুই দেশই সম্মত। তবে কি ধরনের টেকনোলজি ব্রিটেন দেবে তা এখনও জানা যায়নি। লাইফ সাপোর্ট সিস্টেম বা ইন্জিন হতে পারে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।
তেজস মার্ক ২ তে আমেরিকার GE-F 414 ইন্জিন ব্যবহার করা হবে। এবং ২০২২ এর মাঝমাঝি সময়ে এই ইন্জিন ভারতে আসার কথা। তবে যদি আমেরিকা CAATSA অর্থাৎ নিষেধাজ্ঞা লাগায় তাহলে হয়ত ইঞ্জিন সরবরাহ বন্ধ করে দিতে পারে তারা, সেই কারনে অন্য ইন্জিনের কথা আগে থেকেই চিন্তা করা হচ্ছে।