২০২১ এর পর বায়ুসেনার দুর্ঘটনা কতোটা কমেছে?
নিউজ ডেস্কঃ মিগ। যুদ্ধবিমানটির কথা মাথায় এলেই সবার আগে মাথায় আসে ফ্লাইং কফিন। এই যুদ্ধবিমানে এতো পরিমাণে দুর্ঘটনা হয়েছে যে একটা সময় পাইলটদের আত্মবিশ্বাস ভেঙ্গে যায়। শত্রুদেশের সাথে যুদ্ধ তো পরের কথা দেশের ভিতরেই এরকম একটা বিরাট অসুবিধার সাথে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে। তবে আসতে আসতে কিছুটা হলেও পরিস্থিতি বদলাচ্ছে। এর বড় কারন হল এই যে আসতে আসতে মিগ যুদ্ধবিমান গুলিকে অবসরন করে নেওয়া হচ্ছে। শেষ বেশ কিছু বছরে ভারতীয় যুদ্ধবিমান গুলি অনেকটা কম দুর্ঘটনা কবলিত হয়েছে।
গত দুই দশকে ভারতীয় বিমানবাহিনীর ফিক্সড উইং বিমান দূর্ঘটনা অনেকটাই কমেছে। গত দুই দশকে ভারতীয় বিমানবাহিনী ১৭৬টি বিমান দূর্ঘটনা ঘটেছে। ২০০২সালে একক বছর হিসাবে সর্বাধিক ২১টি যুদ্ধবিমান দূর্ঘটনার কবলে পড়েছিল। এর পর বিমানবাহিনী আসতে আসতে মিগ সিরিজের পুরোনো বিমান গুলিকে অবসরন করাতে শুরু করে। আর সেই কারনে দুর্ঘটনাও সংখ্যা কমতে শুরু করে।
কিছু বছরে সেই সংখ্যা বৃদ্ধি হলেও তার প্রভাব কিছুটা ক্ষণস্থায়ী ছিল। শেষে ২০২০সালে বিমানবাহিনীর মাত্র ১টি মিগ-২৯ এর দূর্ঘটনা ঘটেছে। ইন্দো-চীনের উত্তেজনার মধ্যে বিমানবাহিনী অন্য বছরের তুলনায় এ বছর বেশি ফ্লাই করেছে। তারপরও এবছর পারফর্মেন্স গত দুই বছরের তুলনায় অনেকটাই ভালো। নীচে একটি তালিকা দেওয়া হল। তালিকায় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলি ও নৌবাহিনীর দূর্ঘটনা গুলিকে ধরা হয়নি। তবে ২০২১ এখনও পর্যন্ত বিমানবাহিনীর ট্রান্সপোর্ট ফ্লিটে কোনো দূর্ঘটনা হয় নি।