প্রচুর রাশিয়ান ব্যাটেল ট্যাঙ্কার মোতায়েন করা হচ্ছে চীন সীমান্তে। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ রাশিয়ার হাতে থাকা বিধ্বংসী অস্ত্র গুলি যে দশকের দশকের পর দশক ধরে ভারতের সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে আসছে তা বলাই বাহুল্য। বায়ু যুদ্ধ থেকে শুরু করে স্থল যুদ্ধে একের পর এক সামরিক সরঞ্জাম ভারতকে বিক্রি করেছে রাশিয়া। আর সেই কারনে ভারতের সেনাবাহিনীর বহর যে অত্যাধুনিক এবং ধ্বংসাত্মক তা বলাই বাহুল্য।
টি ৯০। রাশিয়ার হাতে থাকা পৃথিবীর অন্যতম বিধ্বংসী ব্যাটেল ট্যাঙ্ক, যার ভয়ে স্তম্ভিত গোটা পৃথিবী। ভারতবর্ষে এই ট্যাঙ্ককে টি ৯০ ভীষ্ম বলা হয়ে থাকে।এটি তৃতীয় প্রজন্মের বিধ্বংসী ট্যাঙ্ক যা সার্ভিসে আসে ১৯৯২ সালে এছাড়াও এর দুটি ভ্যারিয়েন্ট আছে, তাহল টি ৭২ এবং টি ৮০। ট্যাঙ্কটিকে ইরাক সহ আর্মেনিয়া-আজারবাইজানের যুদ্ধে ব্যবহার হতে দেখা গেছে। ৩ জন ক্রিউ নিয়ে ট্যাঙ্কটি ৫৫০ কিমি একবারে অতিক্রম করতে সক্ষম। পাশাপাশি ৬৪ টনের এই ট্যাঙ্ক ৬০ কিমি/ঘণ্টার গতিবেগে চলতে সক্ষম।
২০০৯ সালে এটি ভারতের হাতে আসে। এর একটি অত্যাধুনিক ভার্সন ২০০৪ সালে রাশিয়ান সেনাবাহিনীর সার্ভিসে আসে। বিভিন্ন ধরনের অত্যাধুনিক গান বা বন্দুক রয়েছে এই ট্যাঙ্কের সাথে। রাশিয়া ছাড়াও ভারত, পাকিস্তান, ইরান, মালয়েশিয়া, ইরাকের মতো বেশ কিছু দেশের কাছে রয়েছে এই ট্যাঙ্ক।