পৃথিবীতে ঘটে যাওয়া সবথেকে ধ্বংসাত্মক ঘটনা কি জানেন?
নিউজ ডেস্কঃ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে প্রতিনিয়ত নতুন কিছু না ঘটেই চলেছে। যার বেশীরভাগটাই আমাদের কাছে অজানা। কারন এখনও বিজ্ঞান এতো কিছু আবিষ্কার করে পারেনি যে তা জানা যায়। তবে এখনও পর্যন্ত যা জানা গেছে তার কিছু শতাংশ যদি এদিক ওদিক হয় তাহলে আমাদের প্রান সংশয়ের কারন হয়ে উঠবে।
গামা রে ব্রাস্ট। বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে যাওয়া সবথেকে ধ্বংসাত্মক ঘটনা গুলির একটি। সাধারনত এগুলি হয়না। বিশেষ কিছু ক্ষেত্রে কিছু সময় হয়ে থাকে। আসলে যখন দুটো নিউট্রন স্টার যখন একে অপরের সাথে সংঘর্ষ করে ব্ল্যক হোল তৈরি করে। এছাড়াও যখন হাইপার জায়েন্ট স্টারতে যখন সুপারনোভা হয়। এই পুরো ব্যাপারটা অনেকরই ধারনার বাইরে। উদাহরন দিলে কিছুটা বুঝতে পারবেন।
একটি গামা রে ব্রাস্ট হওয়ার ১০ সেকেন্ডের মধ্যে যে শক্তি উৎপন্ন হয় তা সূর্যের ১০বিলিয়ন বছরের জীবনকালে উৎপন্ন করা শক্তির সমান। আর এই গামা রে ফাটার গামা রে স্রোতে যদি কখন পৃথিবীতে ডাইরেক্ট হিট করে। সেক্ষেত্রে আর ব্যাস কয়েক সেকেন্ড ও হয়ত সময় নেবেনা।