ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারনে ব্যাটেল ট্যাঙ্কারের স্পেয়ার পার্টসের সমস্যা বৃদ্ধি পাচ্ছে
নিউজ ডেস্কঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে ভারতবর্ষ এবং পাকিস্তানের উপর প্রভাব ফেলবে তা কিছুদিন আগেই পরিষ্কার হয়েছিল। কারন ইউক্রেনে হামলার কারনে তাদের যুদ্ধাস্ত্র সামগ্রী বিদেশে বিক্রির জন্য তৈরি করতে পারছেনা অপরদিকে রাশিয়ার একাধিক কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারনে ভারতবর্ষের হাতে থাকা যুদ্ধাস্ত্রের পার্টসের সমস্যা আসতে চলেছে।
পাকিস্তানের টি-৮০ইউডির মত ভারতের টি-৯০এস ফ্লিট বড় ধরনের সমস্যায় পড়তে চলেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেন ও রুশ যুদ্ধ এবং স্যংশানের জন্য টি-৯০ ট্যাঙ্কের স্পেয়ার পার্টসের ক্ষেত্রে বড় সমস্যা দেখা দিতে পারে। একই সাথে নৌবাহিনীর মিগ-২৯কে এর স্পেয়ার পার্টসের বিষয়েও সমস্যা হতে চলেছে।
ভারতের বিভিন্ন যুদ্ধ জাহাজে কি ধরনের প্রভাব পড়বে তা কিছুদিন পরে জানা যাবে। আপাতত রাজনাথ সিং এ বিষয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে। মিগ-২৯কে নিয়ে সেভাবে চিন্তা না থাকলেও ভারতের এই ধরনের যুদ্ধবিমান আমেরিকা ও ফ্রান্স থেকে অল্প সংখ্যায় জরুরি ভিত্তিতে আমদানি করতে পারে। কিন্তু টি-৯০এস ফ্লিট ভারতের সব থেকে বড় গুরূত্বপূর্ণ ফ্লিট। এর স্পেয়ার পার্টসের সমস্যা ভারতের জন্য বড় সমস্যা। এটা ভারতকে দ্রুত কাটিয়ে উঠতে হবে। নইলে বিরাট বড় ধরনের সমস্যায় পড়বে দেশ।