রাশিয়া

সোভিয়েত ইউনিয়নের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মুহূর্তে ধ্বংস করতে পারে আমেরিকার একাধিক যুদ্ধবিমান। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ রাশিয়ার কাছে এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা আমেরিকার প্রচুর যুদ্ধবিমানকে বিপদে ফেলতে পারে যেকোনো সময়। আসলে আমেরিকার প্রচুর যুদ্ধবিমানকে সমানে সমানে টক্কর দিতে পারে এমন বিমান রয়েছে রাশিয়ার হাতে।

সুখই সূ ২৭। সোভিয়েত ইউনিয়নের সময় তৈরি করা এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটি সুপার ম্যানুভার করতে সক্ষম। ফলে যুদ্ধবিমানটি ডগ ফাইটে যে এগিয়ে থাকবে তা বলাই বাহুল্য। ১৯৭৭ সালে প্রথমবার আকাশে দেখা যায় এই যুদ্ধবিমানটিকে এরপর ১৯৮৫ সালে প্রথম সার্ভিসে আসে।

সুখই সূ ২৭ আমেরিকার এফ ১৫ এবং গ্রুমম্যান এফ ১৪ এর মতো যুদ্ধবিমানকে টেক্কা দিতে সক্ষম। যুদ্ধবিমানটিকে তৈরি করার বিশেষ কারন হল বায়ু যুদ্ধে অর্থাৎ আকাশ থেকে আকাশ পথে হামলা চালানোর পাশাপাশি যেকোনো এরিয়াল আট্যাক করতে সক্ষম যুদ্ধবিমানটি। ভারতবর্ষের হাতে থাকা মিগ ২৯ এর মতোই ডিসাইন করা হয়েছে।

রাশিয়ার বায়ুসেনা ছাড়াও চীন এবং ইউক্রেনের মতো দেশের কাছে এই যুদ্ধবিমানটি রয়েছে। যুদ্ধবিমানটি ১৫০০০ কেজির উপর যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ২৫০০কিমি/ঘণ্টার গতিবেগে যুদ্ধবিমানটি ৬২০০০ ফুট উচ্চতা থেকে আক্রমণ শানাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.