ভারত

ভারতবর্ষের কোন গোত্রের বিমান এবং হেলিকপ্টারের চুক্তি এখনও ঝুলে আছে জানেন?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান থেকে বিমান আসছে। বিশেষ করে শেষ কয়েক দশকে ভারতবর্ষের বিমানবাহিনীতে ঠিক মতো যুদ্ধবিমান না আসার ফলে ধুঁকছে ভারতের বায়ুসেনা। আর সেই কারনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আজও যখন মিগ ২১ এর মতো যুদ্ধবিমান ধ্বংস হয়ে পাইলটের প্রান যায় বা পাইলটরা প্রান হারান তখন ভারতবর্ষের রাজনীতিবিদদের অবহেলা ছাড়া আর কিছুই নজরে আসেনা। তবে ভালো ব্যাপার হল এই যে মোদী সরকার আসার পর ভারতবর্ষের নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনীর উন্নতি চোখে পড়ার মতো। সম্প্রতি ট্রান্সপোর্টের জন্য ৫৬ টি বিমান ক্রয় করা হচ্ছে বা চাহিদা মিটেছে। তবে যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখা যাবে এই বিমান ছাড়াও আরও বেশি বিমান থেকে শুরু করে হেলিকপ্টার দরকার ভারতের বিমানবাহিনীর।

 হেলিকপটারঃ-

৪৮টি এমআই-১৭ভি৫ হেলি (২০১৮ থেকে ঝুলে রয়েছে)

৬৫টা কামভ-২২৬(রাশিয়ান হেলির চুক্তি)

৬১টি হ্যল এলইউএইচ

হ্যল ধ্রুব আনুমানিক ১২টি অর্ডারে

৪৫টির মত চিনহুক

আপগ্রেডঃ এমআই-২৬

বিমানঃ

আরও ১০+ সি-১৭ এর মত বিমানের দরকার

৬টি সি-১৩০জে সুপার হারকিউলিস

৫৬টি সি-২৯৫ অর্ডারের পর এএন-৩২ পরিবর্তনের জন্য আরও ১০০+ সি-২৯৫

৪টি ডর্নিয়ার

আপগ্রেডঃ- এএন-৩২, আইএল-৭৬! এছাড়া ৬+৮টি এ-৩৩০ (৬টি মিড এয়ার রিফুয়েলারের জন্য আর ৮টি এ্যওয়াক্স)

এই পুরো চাহিদা মেটাতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। যুদ্ধবিমান, এ্যটাক হেলি, রেডার, মিসাইল, বোম আর ড্রোনের মত জিনিস গুলোতো এখনও হিসাবে দেওয়া হয়নি বা এখানে বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.