ভারতবর্ষের হাতে থাকা রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের কারনে চাপ বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের
নিউজ ডেস্কঃ গালওয়ান উপত্যকায় চীন-ভারত আখেরে ভারতীয় সেনার লাভ হয়েছে বলেই মনে করছে ভারতীয় সেনার একংশ। কারন এরপরে ভারতের সামরিক ক্ষেত্রে উন্নয়ন এবং কাজের গতি বিরাটভাবে বেড়েছে। আর সেই কারনে একের পর এক যুদ্ধবিমান থেকে শুরু করে টেকনোলোজি ভারতের হাতে এসেছে। বিশেষ করে ভারতের দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান এবং টেকনোলোজি উন্নয়ন সত্যি চোখে পরার মতো। তবে বিদেশের সাথে যেসব চুক্তি ঝুলে ছিল সেই গুল দ্রুত হতে শুরু করেছে।
২০২২ এর এপ্রিলে শেষ রাফালের ডেলিভারি। ইতিমধ্যে হাতে এসে পৌঁছেছে রাশিয়ার এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা রাশিয়াতে পুরো দমে ট্রেনিং চলছে।
ভারতের হাতে এস-৪০০ সব রেজিমেন্ট আসলে সব থেকে বড় সমস্যায় পড়বে পাকিস্তানের হাতে থাকা এ্যওয়াক্স, ট্যঙ্কার আর ট্রান্সপোর্ট বিমানের ফ্লিট। কারন এস-৪০০ সিস্টেমের ৪০এন৬ মিসাইলের ৪০০কিমি রেঞ্জে পাকিস্তানের ২/৩ আকাশ সীমা ভারতের ইন্টার্সেপ্সান রেঞ্জের মধ্যে আসবে। পাক বিমানবাহিনী কাশ্মীরের কোনো অংশে কিছু ব্যাহার করার আগে এরপরে এক হাজার বার ভাবতে হবে। বিশেষ করে এ্যওয়াক্স লঞ্চ করতে গেলে ৪০এন৬ এর রেঞ্জে থাকবে। যা পাকিস্তানের জন্য এক বিরাট হুমকি হতে চলেছে।
ইতিমধ্যে বিমানবাহিনী সুখোই থেকে RVV-BD টেস্ট করেছিল। যা পৃথিবীর অন্যতম বৃহৎ রেঞ্জের বিভিআর। ম্যাক-৫ থেকে ৬(৬০০০কিমি/ =ঘণ্টা) এর গতীতে এই বিভিআর এর রেঞ্জ ৪০০কিমির আশেপাশে।