আমেরিকার ডাইরেক্ট এনার্জি উইপেনস সিস্টেম সম্পর্কে জানা আছে
নিউজ ডেস্কঃ পৃথিবীর বাকি দেশ গুলির থেকে আমেরিকা টেকনোলোজির দিক থেকে যে যথেষ্ট উন্নত তা বলাই বাহুল্য। বিশেষ করে বলা বাহুল্য যে পৃথিবীর বাকি দেশ যা ভাবে তা অনেক আগেই ভেবে তৈরির কাজ শুরু করে দেয় আমেরিকা। পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ক্ষেত্রে ২ বছর এগিয়ে রয়েছে আমেরিকা পাশাপাশি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ও যে তারাই আগে সার্ভিসে নিয়ে আসতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। আর সেই কারনে এই যুদ্ধবিমানে কি কি টেকনোলোজির ব্যবহার করতে চলেছে তা পরীক্ষা করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে তারা।
ডাইরেক্ট এনার্জি উইপেন সিস্টেমের কাজ শুরু করেছে আমেরিকা। আর এই টেকনোলোজি তারা তাদের আর্নল্ড এয়ারফোর্স বেসে টেস্ট করবে। একটি ৪ ফুট ট্রান্সনিক উইন্ড টানেলে এর পরীক্ষা করা হবে।
এই টেকনোলোজি সাধারনভাবে হাইলি ফোকাসড এনার্জি সোর্স যেমন লেজার, মাইক্রোওয়েভ অথবা পার্টিক্যাল বিমস। ব্যালেস্টিক মিসাইল, হাইপার সনিক মিসাইল কে কাউন্টার করার জন্য ভবিষ্যতে এই যুদ্ধাস্ত্র ব্যবহার করা হতে চলেছে।আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল ও তুরস্ক এই বিষয়ে নিজস্ব প্রজেক্টে কাজ করছে। তবে এই মহূর্তে আমেরিকা অনেকটাই এগিয়ে রয়েছে বাকি দেশ গুলির তুলনায়। এই DEW ভবিষ্যতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে ইনস্টল করা হতে চলেছে।