আমেরিকার যুদ্ধজাহাজ ধ্বংস করতে যে প্ল্যান করা হয়েছিল
নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যতটা বলা যাবে ততটাই হয়ত কম। কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা ঘটেছিল তার ৫০ শতাংশ পর্যন্ত আজও জানা সম্ভব হয়নি বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের। বিশেষ করে আমেরিকা এই যুদ্ধে নিজেদেরকে সামিল করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমন করার পর আমেরিকার বাকি যুদ্ধজাহাজগুলিকে উড়িয়ে দিয়ে ওই অঞ্চলে নিজেদের শক্তি আবার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল। সামরিক কারনে সারা বিশ্ব জুড়ে আমেরিকার অনেক ঘাঁটি ছিল। ভৌগলিক কারনবশত মিডওয়েকে জাপান টার্গেট করে এবং হামলা করে এবং এখানকার পুরো দখল নেওয়ার চেষ্টা করে। যদিও তাদের লক্ষ্য ছিল আমেরিকার রণতরী গুলিকে ফাঁদে ফেলে যাতে উড়িয়ে দিতে পারে। আর সেই কারনে তারা এই মিডওয়ের অপারেশনের নাম দেয় “এএফ”।
এই কোড নাম দিয়েই তারা তাদের অপারেশন শুরু করে। ইতিমধ্যে আমেরিকার “কোড ব্রেকার” জাপানের এই মেসেজকে ইন্টারসেপ্ট করে এবং জানতে পারে যে তারা “এএফ” তে আক্রমন করবে।
এক্ষেত্রে আমেরিকারও বুঝতে খুব একটা অসুবিধা হয়নি যে এই “এএফ ” হচ্ছে মিডওয়ে দ্বীপ, তবে তারা নিশ্চিত ছিলনা। ফলে নিশ্চিত হওয়ার জন্য তারা এক ফাঁদ পাতে। এবং মিডওয়ে দ্বীপ থেকে তারা একটা ভুল মেসেজ পাঠায়। যে এবং জানানো হয় যে মিডওয়ের জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ডাউন হয়ে গিয়েছে।
এই মেসেজ জাপান ইন্টারসেপ্ট করে এবং অন্য জায়গায় বার্তা পাঠিয়ে দেয় যে “এএফ” এর জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ডাউন হয়ে গেছে। আমেরিকা জাপানের এই মেসেজ ইন্টারসেপ্ট করে নিশ্চিত হয় যে এএফ দ্বারা মিডওয়ে দ্বীপকে বুঝাচ্ছে। এরপর আমেরিকা নিজেদের যুদ্ধকৌশল সাজায় এবং আক্রমণ শানাতে শুরু করে। যদিও যুদ্ধে নিজেদের কিছু ত্রুটি থাকার কারনে প্রায় হারতে বসেছিল। অবশেষে ভাগ্যের জোরে আমেরিকা এই ব্যাটেল জিতে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধের মোড় আবার আমেরিকার দিকেই ঘুরে যায়।