ভারত-চীনের উত্তেজনার মধ্যেই সামরিক উন্নয়ন!
নিউজ ডেস্কঃ ভারত-চীনের উত্তেজনার মধ্যে ডিফেন্স সেক্টরে যে একাধিক পরিবর্তন আসবে তা জানিয়েছিলেন সামরিক বিশেষজ্ঞরা। বিশেষ করে যুদ্ধবিমানের ক্ষেত্রে। ভারতের হাতে থাকা যুদ্ধবিমান গুলিকে আরও আধুনিক এবং বিধ্বংসী করে তুলতে একাধিক পরিকল্পনা করা হয়েছে। আর সেই মত বেশ কিছু কাজ হয়েছে পাশাপাশি কিছু আপগ্রেডেশান ও চলছে।
হ্যাল অজানা সংখ্যক সুখোই ৩০ এমকেআই তে ইসরাইলি সফটওয়্যার ডিফাইন রেডিও(SDR) ইনস্টল করেছে, তবে এবার সমস্ত তেজস ফ্লীটেও এই SDR ইনস্টল করা হবে। এছাড়াও DRDO এর হায়দ্রাবাদের রিসার্চ ল্যবরেটারির তৈরির “Guruthmaa” স্মার্ট গ্লাইড বোম্ব ইনস্টল করা হছে সমস্ত সুখোই, মিরাজ-২০০০ ও তেজস ফ্লীটে। এর আগেই এই বোম্বের সফল ট্রায়াল করা হয়েছিল সুখোই ৩০ এমকেআই থেকে। এর অপারেশনাল রেঞ্জ ১০০ কিমি।