চীনের হেলিকপ্টার ধ্বংস করতে কোন ক্লাসের হেলিকপ্টার একটিভ সার্ভিসে রয়েছে আমেরিকার বায়ুসেনাতে?
নিউজ ডেস্কঃ আমেরিকার নর্থ্রপ গ্রুম্ম্যান নির্মিত একটি গোপন নজরদারির কাজে নিয়োজিত ও টার্গেট লোকেট ও ট্র্যাকিং ও লক করে দেওয়ার কাজে ব্যাবহৃত হয়। মূলত এটি কাছে গিয়ে টার্গেট করে দেয় যা অন্য কোন মাধ্যমে যেন সেফ ডিস্টেন্স এ থেকে ধ্বংস করে দেওয়া যায়। আমেরিকার নৌসেনার প্রায় ৩০ টি আছে ও মোট ৯৬ টি অর্ডার করা হয়েছে।
এটি ২০,০০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম, সর্বোচ্চ ৮ ঘন্টা এবং ফুল লোডে ৫ ঘন্টা, ২০০ কিমি গতি তুলতে পারে এর মাত্র ৪২০ শ্যাফট হর্স্পাওয়ার ইঞ্জিনে। প্রায় ১৯০ ঘন্টা পরপর মেইন্ট্যানান্স করাতে হয় যা চাহিদার চেয়ে অনেক ভাল। চলন্ত জাহাজে প্রায় ৪৬কিমি গতিসম্পন্ন বাতাসেও ল্যান্ড করতে পারে। সর্বোচ্চ ওজন ১৪০০ কেজি।
আর্মামেন্ট হিসেবে আছে অটোমেটিক ট্র্যাক এন্ড ট্যাগ প্রিসিশন কিল রকেট। এটা গাইডেড রকেট না কিন্তু সেন্সর এর মাধ্যমে টার্গেটের অবস্থান জেনে নিখুতভাবে একটা হেলিকপ্টার ও ধ্বংস করতে সক্ষম। মোট আটটি রকেট নেয়। প্রতি ইউনিট এর দাম ১৫ মিলিয়ন।