আমেরিকার প্রচুর পরিমানে যুদ্ধবিমান অবসর নিতে চলেছে। বিকল্প প্ল্যান কি?
নিউজ ডেস্কঃ নিজেদের দেশের নিরাপত্তা ঠিক রাখতে একটুও পিছুপা হয়না আমেরিকা। আর সেই কারনে পৃথিবীর সবকটি দেশের যা ডিফেন্স বাজেট হয় তার দুই অথবা তিন গুন ডিফেন্স বাজেট করে আমেরিকা। অর্থাৎ রাশিয়া, চীন এবং ভারতবর্ষের ডিফেন্স বাজেটের প্রায় দুই থেকে তিন গুন। সম্প্রতি তাদের যুদ্ধবিমানের এক বিরাট অংশ অবসর করবে, কারন যুদ্ধবিমান গুলি পুরনো হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে আনতে চাইছে তারা।
আমেরিকা F-16 এর বদলে সম্ভবত একটি নতুন 4.5 জেনারেশন যুদ্ধবিমান সার্ভিসে আনতে চলেছে। প্রথমে ঠিক ছিল সমস্ত F-16 কে F-35 দিয়ে রিপ্লেস করা হবে কিন্তু আমেরিকার বিশাল F-16 কে F-35 দিয়ে রিপ্লেস করতে প্রচুর খরচ পরে যাবে। বর্তমানে আমেরিকান এয়ারফোর্সে ৭৯০ টি F-16 আছে। এই নতুন যুদ্ধবিমান সেমি স্টলথ ক্ষমতা সম্পন্ন হতে চলেছে এবং বর্তমান F-16 এর তুলনায় অনেক আপগ্রেডেড হবে বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞদের একাংশ।