“লায়নস অফ দি সাউথ”। আমেরিকার থেকে কোন গোত্রের ভয়ংকর যুদ্ধবিমান ক্রয় করছে ইসরায়েল?
নিউজ ডেস্কঃইসরায়েল।এমন এক দেশ যা একটা সময় পৃথিবীর ৭ টি দেশের সাথে যুদ্ধ করেছে। সিক্স ডে ওয়ার, অর্থাৎ মাত্র ৬ দিনের যুদ্ধে পৃথিবীর সাতটি দেশকে নাকানিচোবানি খাইয়েছিল তারা। তাদের হাতে একের পর এক অত্যাধুনিক টেকনোলোজি রয়েছে। যার কারনে তাদেরকে সমীহ করে চলে পৃথিবীর বহু দেশ। আসলে বহু সময় তাদের থেকে টেকনোলোজি ক্রয় করে থাকে আমেরিকা তাদের সামরিক ক্ষেত্রের জন্য। পাশাপাশি আমেরিকার থেকে বহু বিধ্বংসী যুদ্ধবিমান ক্রয় করেছে ইসরায়েল। এবং ইসরায়েলের হাতে আসার পর আমেরিকার বহু যুদ্ধবিমানের ক্ষমতা বেড়ে যায়। কারন ইসরায়েল নিজের মতো করে সাজিয়ে নেয় যুদ্ধবিমান গুলি।
ইসরায়েল আরও তিনটি F-35 পেয়েছে I (Adir) যুক্ত হল ইসরায়েলের বায়ুসেনাতে। ইসরায়েলের ১১৬ স্কোয়াড্রনে যুক্ত হবে যুদ্ধবিমান গুলি। ইসরায়েলের ১১৬ নং স্কোয়াড্রনের নামটাও দারুন “লায়নস অফ দি সাউথ”।