ইউরোপ

ইউরোপের কোন তিনটি দেশ এক সাথে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিসে নিয়ে আসছে?

নিউজ ডেস্কঃ রাফালে আসার পর যে ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। কারন এই যুদ্ধবিমান চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে যেকোনো সময় নাকানিচোবানি খাওয়াতে পারে। ফলে রাফালে নিয়ে সন্ত্রস্ত চীন। তবে কোনোদিন ভেবে দেখেছেন যে রাফালের পরবর্তী ভার্সন গুলি কেমন হতে পারে? তবে শুধু রাফালের পরবর্তী ভার্সন নয় ইতিমধ্যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ শুরু করে দিয়েছে ইউরোপের একাধিক দেশ। ফ্রান্স ছাড়াও জার্মানি এবং স্পেন রয়েছে। তবে তাদের মধ্যেও যথেষ্ট মনমালিন্য রয়েছে। কারন ফ্রান্সের কাছে টেকনোলোজি থাকতেও কেন স্পেন এবং জার্মানিকে এই প্রোজেক্টের মধ্যে আনল? কারন ফ্রান্সের কাছে এই প্রোজেক্টের জন্য এতো পরিমানে অর্থ নেই।

ফ্রান্স, জার্মানি এবং স্পেনের FCAS(Future Combat Air System) এর ব্যাপারটা হল অনেকটা চীনের JF-17 যুদ্ধবিমানের মতো হতে চলেছে।

স্পেন = পাকিস্তানের রোল প্লে করছে

জার্মানি = চীনের

ফ্রান্স = রাশিয়ার

ফ্রান্স, জেএফ-১৭ তে রাশিয়ার মত সব কিছু তৈরি করে দিচ্ছে, এমনকি ইঞ্জিন পর্যন্ত। জার্মানির ব্যাপারটা অনেকটা চীনের মত। সব কিছু শিখে নেওয়া। আর স্পেন হচ্ছে হল পাকিস্তান। কোন কাজই নেই তাদের শুধু অর্থ দেওয়া ছাড়া। যুদ্ধবিমান তৈরি হয়ে গেলে সেটা নিয়ে নাচানাচি করবে। তবে এখানে একটা বিরাট পার্থক্য রয়েছে তাহল, রাশিয়া এবং চীন জেএফ-১৭ কে তাদের কোন কাজে ব্যবহার করেনা। আর FCAS তৈরি হলে জার্মানি আর ফ্রান্স সেটা দিয়ে প্রথম সারির যুদ্ধবিমান তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published.