পাকিস্তান

পাকিস্তানের বিমানবাহিনীর কাছে কত গুলি আক্রমণকারী যুদ্ধবিমান আছে জানেন?

নিউজ ডেস্কঃ পাকিস্তান। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। পাশাপাশি তুরস্ক এবং চীনের সহায়তায় একাধিক অত্যাধুনিক অস্ত্র ক্রয় করছে তারা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা ঋণ নিয়ে অস্ত্র ক্রয় করে থাকে। কারন ঋণ ছাড়া আর কোনও পথ তাদের কাছে এই মুহূর্তে খোলা নেই। পাকিস্তানকে সাহায্য করে চীন। তবে চীন যে আসতে আসতে পাকিস্তানকে তাদের উপনিবেশে পরিনত করছে তা ইতিমধ্যে জানিয়েছে একাধিক বিশেষজ্ঞরা। তবে একটা সময় তাদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করতে আমেরিকা। বর্তমানে আমেরিকার সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ার কারনে চীন তাদের সাহায্য করে থাকে। এখনও প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানের হাতে।

তবে বেশিরভাগ টাই তাদের ক্রয় করা চীনের থেকে। আক্রমণ করতে পারে এমন বিমান গুলির সম্পর্কে দেওয়া হল

যুদ্ধবিমান     টাইপ             সার্ভিস                       অর্ডার করা আছে

এফ ১৬ ফাইটিং ফ্যালকন      মাল্টিরোল          ৭৫                            নেই

জে এফ ১৭                             মাল্টিরোল          ১২২                           নেই

দাসল্ট মিরাজ ৩                    মাল্টিরোল            ৮৯                           নেই

দাসল্ট মিরাজ ৫                   আট্যাক                  ৯০                             নেই

চেংদু জে এফ ১৭                 ইন্টারসেপ্টর           ৬০                             নেই

তাদের হাতে আসা বেশিরভাগ যুদ্ধবিমান গুলি ১৯৭০ এবং ১৯৮০ র দশকের। বিশেষ করে মিরাজের মত যুদ্ধবিমান। তবে চীনের থেকে বেশ ১২৪(২ টি ট্রেনিং বিমান) বিমান এসেছিল ২০০৭ সালে। তারপর তাদের বিমান বাহিনীতে আর সেভাবে বিমান যোগ হয়নি বা তারা এখনও পর্যন্ত অর্ডার করেনি। তাদের মোট যুদ্ধবিমানের সংখ্যা ৪৫০ র মতো। তবে যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন সব কিছু তেই তাদের একমাত্র ভরসা চীন।

Leave a Reply

Your email address will not be published.