কাশ্মীরের কুইক একশন টিমের কাছে কোন ক্লাসের বন্দুক রয়েছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীর হাতে যে একের পর এক বিধ্বংসী অস্ত্র আসছে তা বলাই বাহুল্য। এবং সেনাবাহিনীর আপগ্রেডেশানে যে কোনরূপ পিছুপা হবে না তা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে।
আপগ্রেডেড CRPF কুইক একশন টিম, যারা কাশ্মীরে রয়েছে।
১) আমেরিকার এক্সফিল হাই কাট ব্যলেস্টিক হেলমেট।
২) সাথে ভারতীয় টনবো ইমেজিং এর তৈরি অর্জুন-এইচ থার্মাল সাইট।
৩) বুলগেরিয়ান AR-M5F41(7.62×39mm) রাইফেল।
৪) সাথে ইসরায়েলের ফ্যাব ডিফেন্সের তৈরি GLR-16 স্টক, T-pod G2 রোটেটিং ট্যকটিক্যাল ফোরগ্রিপ+ বাইপড, PLS-1 মাউন্ট + ফ্ল্যাশলাইট। টনবো ইমেজিং এর থার্মাল সাইট।
৫) পোল্যান্ড এর গ্লক-১৭ পিস্তল।