ভারতবর্ষের কাছে বর্তমানে কোন কোন ক্লাসের পরমাণু অস্ত্র রয়েছে?
নিউজ ডেস্কঃ বর্তমানে ভারতবর্ষ পরমাণু শক্তিধর রাষ্ট্র। তবে পরমাণু শক্তিধর হিসাবে নিজেকে প্রমান করতে ভারতবর্ষকে কম কাঠখড় পোড়াতে হয়নি। তবে শুধু পরমাণু শক্তি নয় ভারতবর্ষ হাইড্রোজেন বোম্বের মতো শক্তিশালি অস্ত্র ও নিজেদের অস্ত্র সম্ভারে রেখেছে।
হাইড্রোজেন বম্ব বা থার্মো নিউক্লিয়ার অস্ত্র হল সাধারণ পারমাণবিক বোমা থেকে অনেক বেশি শক্তিশালী এবং মারাত্মক ভয়ংকর হয়ে থাকে। সাধারণ পারমাণবিক বোমা কাজ করে ফিশন প্রকৃয়ায়। ফিশন কথার অর্থ হল বিভাজন প্রক্রিয়া। এই প্রকৃয়ায় একটি ভারী পরমানুকে দ্রুত গতির একটি নিউট্রন দিয়ে আঘাত করে তাকে বিভাজিত করে এবং শক্তি উৎপন্ন করা হয় ।
অপরদিকে হাইড্রোজেন বম্ব কাজ করে ফিউশন প্রকৃয়ায় , ফিউশন শব্দের অর্থ হল গলন। অর্থাৎ, দুটি হালকা ভরের ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম (হাইড্রোজেনের আইসোটোপ) পরমানুর দ্রুত গতিতে মিথস্ক্রিয়ার ফলে তুলনামুলক একটি ভারী পরমানু (হিলিয়াম) ও বিপুল পরিমানে শক্তি উৎপন্ন হয়, একে ফিউশন বিক্রিয়া বলা হয়। আমাদের অতি পরিচিত সূর্য এর উৎকৃষ্ট উদাহরন, যেখানে অনবরত ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম থেকে হিলিয়াম ও শক্তি উৎপন্ন হয়ে থাকে। এই ফিউশন বিক্রিয়াকে কাজে লাগিয়ে যে অস্ত্র উৎপন্ন করা হয় থাকে বলে একে বলা হয় থার্মোনিউক্লিয়ার বম্ব, যা হাইড্রোজেন বম্ব(H-Bomb) , আর এই হাইড্রোজেন বম্ব , প্রচলিত পারমানবিক বম্ব থেকে অনেকবেশি শক্তিশালী ।
ভারতবর্ষের কাছে বর্তমানে তিন ধরনের পরমাণু অস্ত্র রয়েছে –
১. থার্মোনিউক্লিয়ার ওয়েপন ।
২. ফিউশন বুস্টেড ফিশন বম্ব ( এতে ওয়েপন গ্রেড এবং রিয়াকটর গ্রেড প্লুটোনিয়াম ব্যবহার করা হয়ে থাকে।
৩. ফিশন প্লুটোনিয়াম বম্ব ( লো ইয়েল্ড এবং হাই ইয়েল্ড )।